Skip to content

বিজয়ের ঘোষণা: আগামী বিধানসভা নির্বাচনে একাই লড়বে ‘থলপতি’র দল-টিভিকে

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয়। বৃহস্পতিবার টিভিকে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় ঘোষণা করেন, আগামী বছর অনুষ্ঠিত হতে চলা তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল একার শক্তিতেই লড়বে। অনুরাগীদের কাছে 'থলপতি' নামে পরিচিত বিজয় বলেন, "আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে।" এই ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করলেন যে, তৃতীয় শক্তি হিসেবে তাঁর দল বিকল্প রাজনীতি গড়ে তুলতে চায়। সম্মেলনে দলের নেতা-কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি, তিনি রাজনীতির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন। অল্প সময়ের মধ্যেই রাজনীতিতে প্রবেশ করে জনগণের মধ্যে সাড়া ফেলে দেওয়া বিজয়ের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তামিল সিনেমার 'থলপতি' এখন তামিল রাজনীতিরও এক গুরুত্বপূর্ণ মুখ। আগামিদিনে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ কতটা বদলে যাবে, তা নির্ভর করছে তাঁর আগামী পদক্ষেপের উপর। রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) কিন্তু গত লোকসভা ভোটে কোনও প্রার্থী দেননি। জল্পনা ছিল বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন তিনি। কিন্তু সরাসরি সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ‘থলপতি’।

Latest