নিজস্ব সংবাদদাতা : আবারও সেই নীল ড্রাম! মিরাটের বিভীষিকার স্মৃতি উসকে দিয়ে এবার রাজস্থানের আলওয়ারে একটি ভাড়া বাড়ির দোতলার ছাদে মিলল রহস্যজনকভাবে রাখা একটি নীল প্লাস্টিক ড্রাম। ড্রামের মধ্যে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। উত্তর প্রদেশের বাসিন্দা মৃত ব্যক্তির নাম হংসরাজ। তিনি রাজস্থানের তিজারা জেলায় ইটভাটায় কাজ করতেন। মাস দেড়েক আগে ওই বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করেন। বাড়ির মালকিন গতকাল কোনও কাজে দোতলায় উঠেছিলেন। সেইসময় তিনি দুর্গন্ধ পান। তারপরই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই নীল ড্রাম থেকে হংসরাজের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ড্রামের ঢাকনার উপর পাথর চাপা দেওয়া ছিল। পাথর সরিয়ে ঢাকনা খোলার পর ভেতরে একটি বিছানার চাদর দিয়ে মৃতদেহ ঢাকা হয়েছে। তাঁর স্ত্রী ও সন্তান গত কিছুদিন ধরে নিখোঁজ। ডিএসপি রাজেশ কুমার বলেন, “হংসরাজ তাঁর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। কতদিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম ঘটনাস্থলে রয়েছে। পুলিশ সমস্ত প্রমাণ সংগ্রহ করছে।” এই খুনের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান। মৃতের স্ত্রী ও অন্য কেউ এই খুনে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হংসরাজের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। ঘটনার পর সাধারণ মানুষ এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন।
আবারও সেই নীল ড্রাম! এবার রাজস্থানের আলওয়ারে, কোনো সন্ধান নেই স্ত্রী-সন্তানের...
