Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন নেকুড়সেনি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার নেকুরসেনি রেলস্টেশনের আশেপাশে রবিবার সকালে রেললাইনের পাশে এক যুবকের প্রাণহীন দেহ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ২৫ বছর বয়সী শুভঙ্কর ওঝা, যিনি বেলদা থানার শালজোড়া এলাকায় থাকতেন। স্থানীয়রা জানায়, ভোরে নেকুরসেনি রেলস্টেশন থেকে অল্প দূরে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়, স্থানীয় বাসিন্দারা খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দাঁতন থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনী রেলস্টেশনে এসে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে ওই যুবক। একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Latest