Skip to content

ভারত-পাক সম্পর্কের অবনতির মধ্যেই এবার ওটিটি প্লাটফর্মগুলিকে একটি কড়া নির্দেশ দিলেন ভারত সরকার!

নিজস্ব সংবাদদাতা :  পহেলগাম হামলার পর একাধিক প্রত্যাঘাত করেছে ভারত। এ বার ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত গান, চলচ্চিত্র, ওয়েব সিরিজ় তুলে নেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতে কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বা মিডিয়া স্ট্রিমিং সংস্থা পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ধরনের ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট দেখাতে পারবে না। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি নোটিশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, ভারতের সমস্ত OTT প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং মধ্যস্থতাকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে পাকিস্তান ভিত্তিক সমস্ত সিনেমা, গান, ওয়েব সিরিজ এবং পডকাস্ট অবিলম্বে করে দেওয়া হয়। দেশের স্বার্থে এটি অত্যন্ত প্রয়োজনীয়।

প্রেস বিজ্ঞপ্তি

Latest