Skip to content

নৃত্যনীড়ের দ্বাদশ বার্ষিক অনুষ্ঠান পদধ্বনি-২০২৪!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড়ের দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রেক্ষাগৃহ শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান নৃত্যনীড়ের কর্ণাধার বিশিষ্ট নৃত্যশিল্পী রীমা কর্মকার। অনুষ্ঠানে বিভিন্ন ঘরনার নৃত্য পরিবেশন করেন নৃত্যনীড়ের শতাধিক শিক্ষার্থী। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান মহাশয়, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা,বাচিক শিল্পী অমিয় পাল, নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, কবি নির্মাল্য মুখোপাধ্যায়,সঙ্গীতশিল্পী রথীন দাস, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত শ্রাবণী দত্ত, সবিতা সাহা, সঙ্গীত শিল্পী শাওন সিংহ,বাচিক শিল্পী, রত্না দে,নরোত্তম দে , সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস,মণিকাঞ্চন রায়, সমাজকর্মী রীতা বেরা,রাজ্যশ্রী মন্ডল,সুমন চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন শালবীথি,হেল্পিংহ্যান্ড, অলিগঞ্জ প্রাক্তনী ,ডান্সার্স ফোরাম,প্যাম সহ বিভিন্ন সংগঠনের সদস্য-সদস্যারা। মঞ্চ সজ্জায় ছিলেন শিল্পী শশাঙ্ক পাল ও সুমন্ত সাহা। নৃত্যনীড়ের লোগো তৈরি করেন সম্রাট চক্রবর্তী। অনুষ্ঠান সাফল্য মন্ডিত করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি রীমা কর্মকার ও তাঁর সঙ্গী রিয়া সেনগুপ্ত, বিশ্বজিৎ ঘোষ মহুয়া ঘোষ সহ অন্যান্যরা। সঞ্চালনায় ছিলেন দুই বিশিষ্ট সঞ্চালিকা ঈশিতা চট্টোপাধ্যায় ও শতাব্দী গোস্বামী। মনোজ্ঞ নৃত্য্যানুষ্ঠানটি সুচারু সঞ্চালনায় হৃদয়গ্রাহী হয়ে ওঠে। সংস্থার শুভানুধ্যায়ী এবং অভিভাবক ও অভিভাবিকদের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে উঠে। অনুষ্ঠান সফল হওয়ায় নৃত্যনীড়ের পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান নৃত্যশিল্পী রীমা কর্মকার।

Latest