Skip to content

রবিবার দু' দিন ব্যাপী ক্যালকাটা ক্লাব বইমেলা উদ্বোধন হলো !

নিজস্ব সংবাদদাতা :  রবিবার, ৩০ জুন বিশিষ্টজনেদের উপস্থিতিতে উদ্বোধন হলো ক্যালকাটা ক্লাব বইমেলা।পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এবং আন্তর্জাতিক কলকাতা বইমেলার সহযোগিতায় এই বইমেলা রবিবার বিশিষ্টজনেদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল।' দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ক্যালকাটা ক্লাবে সভাপতি অভিজিৎ ঘোষ, গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ডের সম্পাদক সুধাংশুশেখর দে । অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন ইশিতা মুখার্জি। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, সারাজীবন মানুষকে ভালোবাসার চেষ্টা করেছি। কাজটা কঠিন।সাহিত্য আদতে কী ? কী তার সংজ্ঞা? সাহিত্যিক দীর্ঘ আলোচনা করলেন তা নিয়ে। বইমেলার এক অংশে 'শীর্ষেন্দু কর্ণার' তৈরি করা হয়েছে। এই বিশেষ পরিকল্পনা ক্লাবের সভাপতি অভিজিৎ ঘোষের। জানালেন, বইমেলা আসলে আবেগ। আর এই বইমেলার আয়োজন স্বপ্ন ছিল, যা রূপায়ণের পরিকল্পনা হয়েছে গত একবছর ধরে।সাহিত্য সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়ুক, এই ভাবনাতেই ক্লাবের প্রস্তাবে রাজি হয় গিল্ড। আনন্দ, দে'জ, মিত্র ও ঘোষ, পত্রভারতীসহ অন্তত ১৭টি প্রকাশন সংস্থার বাংলা এবং ইংরেজি বইয়ের সম্ভার রয়েছে মেলায়। শুরুর দিনেই ঢল পাঠকের। শ্রেয়া, সংজ্ঞার মত নবীন পাঠক মেলায় ঘুরে ঘুরে কিনলেন শরদিন্দু-শীর্ষেন্দুর লেখা। বর্ষীয়ান সদস্য সুনন্দন নারায়ণ বসুর হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে প্রচেত গুপ্ত, একগুচ্ছ লেখকের বই প্রথম দিনেই।

Latest