Skip to content

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য মেদিনীপুরে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র। বুধবার সকাল বেলায় মেদিনীপুরের কাঁসাই হল্টের নিচে কংসাবতী নদী থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। মৃতের নাম সোহম পাত্র (বয়স প্রায় ২১ বছর)। বাড়ি বাঁকুড়া থানার ১৫ নম্বর ওয়ার্ডে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মা–এর সঙ্গে হাওড়া–আদ্রা রানী শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনে বাড়ি ফিরছিলেন সোহম। পথে কাঁসাই হল্ট ও মেদিনীপুর স্টেশনের মাঝামাঝি কাঁসাই ব্রিজের কাছে হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি।

রাতেই পরিবার ও রেল পুলিশের আধিকারিকরা ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও দেহ মেলেনি। অবশেষে বুধবার সকালে কংসাবতী নদীতে ভেসে ওঠে সোহমের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর খড়গপুর লোকাল থানার পুলিশ ও রেল পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে এই মর্মান্তিক পদক্ষেপ নিয়েছিলেন সোহম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest