Skip to content

বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের উপর লাঠিচার্জের অভিযোগ !

নিজস্ব সংবাদদাতা :   বৃহস্পতিবার ১৫ মে রাত ৮টা নাগাদ হঠাৎই আন্দোলনস্থলে পুলিশের সংখ্য়া বাড়িয়ে দেওয়া হয়। এবং তারপরই পুলিশ জোর করে আন্দোলনকারীদের সেখান তোলার চেষ্টা করা হয়।আজ বিকাশ ভবনের মূল ফটক ভেঙে ফেলারও অভিযোগ ওঠে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে। দাবি করা হয়, তাঁরা অনেকেই বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়ে কার্যত ভবনের দখল নিয়ে নিয়েছেন! প্রকাশ্যে আন্দোলনকারীরা জানান, পরীক্ষা ছাড়াই তাঁদের চাকরি ফেরানোর বিষয়ে সরকার পক্ষ প্রতিশ্রুতি না দিলে তাঁরা আন্দোলন প্রত্য়াহার করবেন না। ততক্ষণ পর্যন্ত বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলন চলবে। কোনও কর্মী বা আধিকারিককে বাইরে বেরোতে দেওয়া হবে না।মাথা ফাটল এক আন্দোলনকারীর, ইটের ঘায়ে চোখে আঘাত পেলেন পুলিশের এক কর্মীও। কম-বেশি জখম হলেন আরও অনেকে।রাত যত বাড়ছে ততই উত্তেজনা বাড়ছে বিকাশ ভবনের সামনে। চাকরিহারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া পুলিশবাহিনী। আন্দোলনকারীদের বিরুদ্ধেও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল, এমনকী ফুলগাছের টব পর্যন্ত ছুড়ে মারার অভিযোগ উঠেছে।

যার জেরে এক পুলিশকর্মীর চোখে গুরুতর আঘাত লেগেছে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে দুই তরফে অনেকেই আহত হয়েছেন বলে খবর। একসময় যারা স্কুলে পড়িয়েছেন, আজ তারা পথে।তাদের একটাই প্রশ্ন আমাদের কি দোষ? এদিকে উত্তেজনার মধ্যেই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো-সহ আরও অনেকে আসেন বিকাশ ভবন চত্বরে। আহত আন্দোলনকারীদের দ্রুত চিকিৎসাও শুরু করে দেন।

Latest