নিজস্ব প্রতিবেদন : প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী ডাঃ প্রভা আত্রে প্রয়াত। শনিবার ৯২ বছর বয়সে পুনেতে তাঁর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিল্পী। আত্রে, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় একের পর এক নজির সৃষ্টি করেছিলেন। ভারত সরকার তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন তাঁকে।তাঁর বাড়িতে ঘুমিয়ে থাকাকালিন হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে শহরের কোথরুদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁকে সকাল ৫.৩০টায় মৃত বলে ঘোষণা করা হয়।’ যেহেতু আত্রের পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন, তাঁরা পৌঁছলে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেও জানা গিয়েছে।১৯৩২ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম প্রভাজীর। বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। একজন ধ্রুপদী কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখকও ছিলেন। বিজ্ঞান এবং আইনে স্নাতক শিল্পীর সংগীতে ডক্টরেট ছিল।
তিনবারের পদ্ম পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রভা আত্রের জীবনাবসান!
