Skip to content

শহিদ দিবসের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপিকে হটানোর শপথ!

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ দিবসের জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল বাংলা ও বাঙালি। মহারাষ্ট্র, দিল্লি সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এরাজ্যের বাসিন্দাদের হেনস্তার অভিযোগ উঠেছে। বাংলায় কথা বলার কারণে এরাজ্যের বাসিন্দাদের ভিনরাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এনিয়ে সরব হন মমতা। বলেন, ‘মরতে রাজি, কিন্তু বাংলা ভাষার উপর আক্রমণ মানব না। এরাজ্যে তৃণমূলকে সরাতে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘তৃণমূলকে শেষ করা অত সহজ নয়।’ বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি না ছাড়ার জন্য দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন মমতা।

পাশাপাশি কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য সতর্ক করেন সকলকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।

Latest