নিজস্ব সংবাদদাতা : ভিন রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। মূলত বাংলা ভাষায় কথা বলার জন্য সেই রাজ্যে পুলিশ বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে হেনস্থা করছেন বলে অভিযোগ।কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে মেডিক্যাল কলেজের সামনে দিয়ে চাঁদনি চক হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা হয়। এই রাজ্যেও চোখে পড়ে অন্যান্য রাজ্য থেকে আসা বহু শ্রমিকদের কাজ করেন। যার পোশাকি নাম পরিযায়ী শ্রমিক। কিন্তু বর্তমানে কাজ করতে গিয়ে এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিকদের।