Skip to content

বেঙ্গল চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে চারদিন ব্যাপী ট্রেড ফেয়ার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বেঙ্গল চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে চারদিন ব্যাপী ট্রেড ফেয়ার ও ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপ্তি ঘটল শনিবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গনে গত ১১ ই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই ট্রেড ফেয়ার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই ট্রেড ফেয়ারে প্রায় ৩৫/৪০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীরা তাদের স্টল দিয়েছিল। যেখানে নতুন নতুন শিল্প আগ্রহীদের জন্য ছিল বিস্তারিত তথ্য জানানোর বন্দবস্ত। এছাড়াও শিল্প স্থাপনের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থার জন্য ঋণ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য স্টল ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। সংগঠনের তরফে জানানো হয়, মূলত চাকরির পাশাপাশি যাতে নতুন প্রজন্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, তার জন্যই প্রতি বছরের মত এবছরও এই ট্রেড ফেয়ারের আয়োজন করা হয়। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের জন্য ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তাদের শিল্প ক্ষেত্রে উন্নতি সাধনের ব্যবস্থাও করা হয়েছিল এই ট্রেড ফেয়ারে। পাশাপশি চারদিন ব্যাপী আয়োজন ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সব মিলিয়ে এবারের ট্রেড ফেয়ার ও ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামে মানুষের সাড়াও পড়েছিল অভূতপূর্ব বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।

Latest