নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে রবিবার সকাল ৫টা নাগাদ মর্মান্তিক ভয়ঙ্কর কাণ্ড। তিরুভাল্লুরের কাছে একটি মালবাহী ট্রেনের অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ৪৫টি ট্যাঙ্কারে অপরিশোধিত তেল বহনকারী মালবাহী ট্রেনটি চেন্নাইয়ের এন্নোর ছেড়ে মুম্বইয়ে যাচ্ছিল।কিন্তু তিরুভাল্লুরের কাছে এগাত্তুর এলাকায় ট্রেনটি আসার পরেই আগুন লাগে।জানা গিয়েছে, এ দিন সকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে।

পণ্যবাহী ট্রেন বা মালগাড়িতে করে অপরিশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই আগুন লেগে যায়। দাহ্য পদার্থ বোঝাই থাকায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনটি।রেলওয়ে সূত্রে খবর, ডিপো থেকে তেল নিয়ে গন্তব্যে যাচ্ছিল পণ্যবাহী ট্রেনটি। তিরুভাল্লুরের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুই থেকে তিনটি কামরা লাইনচ্যুত হয়ে সম্পূর্ণ উল্টে যায়। এরপরই আগুন লাগে। ঘর্ষণের ফলে আগুনের ফুলকি কোনওভাবে ট্রেনের বগির ভিতরে, যেখানে তেল রাখা ছিল, তারমধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।পরপর তিনটি বিস্ফোরণ হয়েছে বলে খবর।যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।