নিজস্ব সংবাদদাতা : বুধবার শিয়ালদহগামী বনগাঁ লোকাল দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ঠিক পরেই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। ট্রেনটির ১২ নম্বর কামরার চারটি চাকা হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। হঠাৎ এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল পুলিশ, আরপিএফ ও পূর্ব রেলের একাধিক আধিকারিক। শুরু হয় উদ্ধার কাজ।দমদম স্টেশন পূর্ব রেলের একটি অন্যতম ব্যস্ত জংশন। ঘটনার পর সাময়িকভাবে ৪ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসাবে ১, ২, ৩ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হয়।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “১৫ থেকে ২০ মিনিটের জন্য ট্রেন চলাচলে সমস্যা হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়েছে।”যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবুও এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে।
শিয়ালদহগামী বনগাঁ লোকাল দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ঠিক পরেই লাইনচ্যুত!
