পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক র্যালির মিছিল ছিল।সন্ধ্যা ৬ টা নাগাদ কলেজ ময়দান থেকে বাইক মিছিল যাচ্ছিলো।ওই সময় বিজেপির পথসভা চলছিল পঞ্চুরচক এলাকায়। বাইক মিছিল পঞ্চুরচকে পৌঁছাতেই উভয়পক্ষের শ্লোগান জোরালো হয়। উভয়পক্ষই চোর চোর শ্লোগান দিতে থাকে। এমনকি বাইক মিছিল পুনরায় ফিরে আসতে মাইক হাতে চোর শ্লোগান দিতে দেখা যায় দিলীপ ঘোষকেও। ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। শুধু তাই নয়, শালবনীর ভাদুতলাতেও দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর শ্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা।এরপর, দিলীপ ঘোষও মাইক হাতে স্লোগান দেন “পিসি চোর ভাইপো চোর..."!আর তাঁকে ঘিরে চোর-চোর স্লোগান শুনেই মেজাজ হারালেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। ওই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপের হুঁশিয়ারি, ‘‘কানের নীচে দু’ থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না।’’ তবে, শেষ মুহূর্তে অবশ্য বড় কিছু ঘটনার আগেই নিজেদের মধ্যে সংযত করে নেন উভয়পক্ষের কর্মীরা।