Skip to content

Breaking News : ট্রাম্পকে হত্যার চেষ্টা!

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনি জনসভায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ছাড়া হামলাকারীসহ দুজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনা ঘিরে উত্তপ্ত আমেরিকা।জানা গিয়েছে, পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষণ চলাকালীন আচমকাই গুলি ছোড়া হয়। বন্দুকবাজদের গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে গেলেও আহত হয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, তাঁর বাঁ কানের উপরের অংশে গুলি লেগেছে।

পুলিশ সূত্রের খবর, জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চালানো হয়েছে। মৃত্যু হয়েছে জনসভায় উপস্থি এক সমর্থকেরও। এদিকে, পুলিশের গুলি নিহত হয়েছে বন্দুকবাজ।গোটা ঘটনার একটি হাড়হিম ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। আর সে সময়ই ভরা জনসভায় আচমকা তাঁরে কান ঘেঁষে বেরিয়ে গেল বুলেট। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। সমর্থকরা চিৎকার জুড়ে দেন। তারপরই দেখা যায়, ট্রাম্পের কান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিরাপত্তাকর্মীরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। মুষ্টিবদ্ধ হাত উঁচু করে হার না মানার ইঙ্গিত দেন তিনি। গাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। এরপর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Latest