পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর জি কর ইসুতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ নামে একটি সংগঠন সেই সংগঠনের ডাকে নবান্ন অভিযানে যোগ দিতে জেলা থেকে সকাল থেকে যোগ দিতে যাচ্ছে একাধিক বিজেপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকার সময় মেদিনীপুর স্টেশন থেকে নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক করলো জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত কে। প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শংকর গুছাইত কে। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে।মেদিনীপুর স্টেশন থেকে শংকর গুছাইত পুলিশ আটক করলে তিনি বারবার জিজ্ঞাসা করে কি কারনে তাকে আটক করা হচ্ছে । বিজেপির তরফ থেকে অভিযোগ কোনরকম কারণ না দেখিয়ে জোর করে থানায় টেনে নিয়ে যাওয়া হয় ওই বিজেপি নেতাকে।