নিজস্ব সংবাদদাতা : সোমবার ২৪শে নভেম্বর বিকেল সাড়ে ৩টে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ১ নং ব্লকের বহিরা শ্মশানতলায়। সোমবার বিকেলে উলুবেড়িয়ার বহিরা গ্রামের কাছে রাস্তার ধারে থাকা পুকুরে স্কুলের পুলকার উল্টে গেলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত তিন পড়ুয়ার বয়স মাত্র ৬ থেকে ১০ বছরের মধ্যে।মৃত তিন পড়ুয়া হল নার্সারির অরিন দে (৬), কেজি ওয়ানের ইশিকা মণ্ডল (৭) এবং চতুর্থ শ্রেণির শৌভিক দাস (১১)।

প্রত্যেকের বাড়িই বহিরা গ্রামে। প্রত্যেকেই জগদীশপুরের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের দাবি, পুলকারটির বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনা ঘটেছে। তাঁদের আরও অভিযোগ, গাড়ির চালক নিজেকে বাঁচাতেই বেশি ব্যস্ত ছিলেন। তিনি আরেকটু তৎপর হলে হয়তো খুদে পড়ুয়াদের মৃত্যু ঠেকানো যেত। শোকের ছায়া নেমে এসেছে বহিরা গ্রামে। এদিন সন্ধ্যায় পুলিশ শ্রীমন্ত বাগ নামে ওই পুলকার চালককে গ্রেফতার করে। এমন ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বহিরা গ্রামে। নিহত তিন পড়ুয়ার পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের অকাল মৃত্যুতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলকারের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।