Skip to content

আমেরিকার কাছে হারল পাকিস্তান!

নিজস্ব সংবাদদাতা :  আমেরিকার কাছে সুপার ওভারে হারল পাকিস্তান। চলতি টি-২০ বিশ্বকাপে যা সবচেয়ে বড় অঘটন। সুপার ওভারে আগে ব্যাট করে আয়োজক দল তুলেছিল ১৮ রান। জবাবে ১৩ রানে আটকে যায় বাবর আজমের দল। টি২০ বিশ্বকাপের সবথেকে বড় অঘটন ঘটে গেল বৃহস্পতিবার রাতে। আমেরিকার কাছে হেরে গেল পাকিস্তান। ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে নবজাতক মার্কিনদের এটাই সবচেয়ে বড় জয়। বাবর আজমদের সুপার ওভারে ৫ রানে হারিয়েছে তারা।টসে জিতে বোলিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে বাবর আজমরা করেন ১৫৯। বাবর নিজে ৪৩ বলে ৪৪ করেন। তবে দেড়শো প্লাস রানের জন্য বড় অবদান শাদাব খান (২৫ বলে ৪০) এবং শাহিন আফ্রিদির (১৬ বলে অপরাজিত ২৩)।রান তাড়া করতে নেমে আমেরিকা সঠিক রাস্তাতেই ছিল। অধিনায়ক ৩৮ বলে ৫০ করেন। গাস এবং জোনসও অবদান রাখেন। শেষ পর্যন্ত আমেরিকাও ১৫৯ রানে শেষ করে এবং ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই ধরনের পরিস্থিতিতে বড় দল স্নায়ু ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেয়, তাই কেউই ভাবতে পারেনি তারকাখচিত পাকিস্তান হেরে যাবে।হারের জন্য দায়ী মহম্মদ আমির। সুপার ওভারে বল করতে এসে তিনি ১৮ রান দেন। তারমধ্যে ওয়াইডে সাত রান! অন্যদিকে আমেরিকার হয়ে সুপার ওভারে বল করেন সৌরভ নেত্রভালকর। মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি। পাকিস্তানকে হারানোর নায়ক দুই ভারতীয় বংশোদ্ভূত।

Latest