নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিতে গত কয়েকদিন ধরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। ৫ই আগস্ট মঙ্গলবার তার মধ্যে বিরাট বিপর্যয় হয়। উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির জেরে নদীতে হড়পা বান এসে ধুয়ে নিয়ে গেল গোটা একটি গ্রাম। মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল দোতলা-তিন তলা বাড়ি। পাহাড়ি জমি থেকে মোবাইলের টাওয়ারও নিশ্চিহ্ন হয়ে গেল জলের তোড়ে। উদ্ধারকাজে উত্তরাখণ্ড প্রশাসনের সাহায্যে পৌঁছায় আইটিবিপি সেনাবাহিনীর একটি দল।

এখনও ক্ষয়ক্ষতির খতিয়ান চালাচ্ছে প্রশাসন।মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে ক্ষীরগঙ্গা নদীতে। নদীর কাদা জল নেমে এসে ক্ষীর গড় এলাকায় ধারালি গ্রামের উপর আছড়ে পড়ে। ত্রিভুজাকার গ্রামটি মাত্র ১৫ সেকেন্ডে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়।