নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন স্পিনার বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টিতে গৌতম গম্ভীরের বড় ভরসা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ফর্ম্যাটেও দুর্দান্ত খেলেছিলেন। ছন্দ ধরে রেখেছেন এশিয়া কাপেও। আইসিসি ক্রমতালিকায় ভারতের তৃতীয় বোলার হিসেবে শীর্ষস্থানে জায়গা করে নেওয়ার নজিরও গড়লেন বরুণ চক্রবর্তী। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবার স্বীকৃতি পেল বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসি-র কাছে। ক্যারিয়ারে প্রথমবার আইসিসি-র অফিসিয়াল বোলারদের ক্রমতালিকায় জায়গা করে নিলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সিরিজগুলিতে তাঁর নিখুঁত লাইন-লেন্থ, ভ্যারিয়েশন এবং চাপের মুহূর্তে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা নির্বাচক এবং ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি কাড়ে। ঠিক সেই কারণেই আইসিসি-র সর্বশেষ প্রকাশিত রাঙ্কিংয়ে বিশেষ জায়গা করে নিলেন তিনি। বরুণের এই কৃতিত্ব নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় প্রাপ্তি। একদিকে যেখানে অভিজ্ঞ স্পিনারদের উপর ভরসা রাখে টিম ইন্ডিয়া, অন্যদিকে নতুন প্রজন্মের মধ্যে তিনি হয়ে উঠছেন অন্যতম ভরসার নাম। বরুণ নিজেও জানিয়েছেন, এই স্বীকৃতি তাঁর কাছে বিশেষ। কারণ জাতীয় দলে সীমিত সুযোগ পেলেও প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই সাফল্য আগামী বিশ্বকাপের দলে নির্বাচনের লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তাই প্রশ্ন—বরুণ চক্রবর্তী কি হতে চলেছেন ভবিষ্যতের স্পিন অস্ত্র?