Skip to content

টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের এবং কোচ দ্রাবিড়ের সঙ্গে শেষ হল রোহিত-কোহলির টি-২০ পদ্ধতি!

নিজস্ব সংবাদদাতা : সেই স্বপ্নপূরণ হল অবশেষে। জয়ী হয়েই টি-টোয়েন্টি থেকে বিদায় ঘোষণা বিরাট- রোহিতের। আর কোনও দিন দেশের হয়ে কুড়ি-কুড়ির ম্যাচে নামবেন না দুজনে।টি-২০ বিশ্বকাপের পরেই ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে, সেটা জানা ছিল সবার। রাহুল যে নতুন করে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিচ্ছেন না, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন আগেই।শুধু থেকে যাবে অসংখ্য স্মৃতি, অসংখ্য স্বপ্নের মুহূর্ত। জয়ের আনন্দের মধ্যেও বাজছে বিদায়ের মূর্ছনা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, এটিই দেশের হয়ে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ঘোষণার ১২০ মিনিট পরে অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন।

Latest