নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও বিয়োজনের কাজ এখন সারা বছর ধরেই করা যায়। এটা নতুন নয় বিগত বেশ কয়েকবছর ধরেই নির্বাচকরা এই কাজ করার সুযোগ পেয়ে আসছেন। বিগত বছর থেকে আরও একটি পরিবর্তন এসেছে, এখন বছরে চারবার ১৮ উত্তীর্ণরা নাম তোলার সুযোগ পাচ্ছেন। ১লা জানুয়ারী, ১লা এপ্রিল, ১লা জুলাই এবং ১লা অক্টোবর এই চারটি ডেটে যারা ১৮ বছর বয়স অতিক্রম করেন তাঁরা ভোটার হিসাবে তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন। আজ পয়লা জুলাই,২০২৪, অর্থাৎ আজ যার বয়স ১৮ হলো, তিনিও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। আর এই আবেদন সহজেই বাড়ি বসে করতে পারবেন ভোটাররা হেল্প লাইন অ্যাপে অথবা voters.eci.gov.in এই ওয়েবসাইটে। আপনি নিজে যদি অনলাইনে না করতে পারেন তাহলে আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে অথবা আপনার এলাকার বিএলও (বুথ লেভেল অফিসার) এর নিকট প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করলে তিনি আপনার হয়ে অনলাইনে আপনার আবেদনটি করে দেবেন। ভোটারকার্ড ১৮ বছর উত্তীর্ণ সকল নাগরিকের অধিকার তাই ১৮ বছর পার করা তরুণ তরুণীরা আজই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করুন। এই বিষয়ে আপনাদের কোনও সহযোগিতার প্রয়োজন হলে আপনার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ( ই আর ও) এর সাথে যোগাযোগ করুন।