নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! শুক্রবার ফের নতুন করে অশান্ত হয়ে উঠল ওই এলাকাগুলি। এ দিন পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, জনতার ছোড়া বোমা-ইটের ঘায়ে জখম হন বেশ কয়েক জন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা গুলিও চালায় বলে অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধেও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। দু’পক্ষের গোলাগুলিতে দু’জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। দু’টি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এক নাবালক ও এক পুলিশকর্মী।