নিজস্ব সংবাদদাতা : গরু বা কয়লা পাচারের মামলায় একাধিকবার নাম জড়িয়েছে বীরভূমের। ২৮শে জুলাই সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ যে পাচারের সঙ্গে যুক্ত, সে কথা স্পষ্ট করে তুলে ধরে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে এখনও অনেক রকমের পাচার চলে। আমি নিশ্চিতভাবে বলছি, অন্য রাজনৈতিক দলের একাংশ এর সঙ্গে যুক্ত। প্রশাসনের কিছু লোকও যুক্ত। নামগুলো আমি জানি, তবে এখনই বলছি না।

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেন,"আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসেছে। যাঁরা টাকা পাচার করছেন, তাঁরাই রুলিং পার্টিকে দোষ দিচ্ছেন। আমি কিন্তু নাম জানি। এদিন প্রশাসনকি বৈঠকের মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত, কাজল শেখ, শতাব্দী রায় সহ শাসক দলের একাধিক নেতা-নেত্রী। উপস্থিত ছিলেন জেলার সব প্রশাসনিক আধিকারিক। তিনি বলেন, যারা করে খাচ্ছে, তাদের ভয় পাচ্ছেন? তাদের সঙ্গে সম্পর্ক রেখে ৫০-৫০ অঙ্ক কষছেন। আমি থাকতে কোনও ৫০-৫০ হতে দেব না।