নিজস্ব সংবাদদাতা : উদ্বোধনের পর থেকেই বিতর্কের কেন্দ্রে দীঘার জগন্নাথধাম। প্রথমত পুরীর জগন্নাথধামের সঙ্গে নামের মিল থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পুরীর মন্দিরের সেবায়েতরা। মন্দিরের নাম থেকে স্থাপন-সহ একাধিক বিষয় ইস্যু করে তোপ । এমনকী দীঘা জগন্নাথ মন্দিরের নাম নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন ওডিশার বিদ্বজ্জনদের একাংশ। পাশাপাশি পুরীর মন্দির থেকে পবিত্র নিমকাঠ দীঘায় আসা এবং তা ব্যবহার ঘিরেও বিস্তর জলঘোলা হয়েছে। সোমবার সেই নিয়ে প্রশ্ন উঠতেই উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ওরা বলছে, আমি নাকি নিমগাছ চুরি করেছি। আমার বাড়িতেই তো চারটে নিমগাছ আছে! এত খারাপ সময় আসেনি যে নিমগাছ চুরি করতে হবে। আমাদের মূর্তি তো মার্বেলের ছিল। জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায়। ওটা দ্বৈতাপতি নিয়ে এসেছেন। তবে যে জায়গা থেকে বলা হচ্ছে, সে জায়গা থেকে নয়। আমি শুনেছি, তাঁকে আবার প্রশ্ন করা হয়েছে যে, কেন দিঘায় পুজো করতে গিয়েছিলেন। এও বলা হয়েছে যাতে পুরী থেকে কোনও পুরোহিত দিঘায় পুজো করতে না যান। মা কালীর মন্দির তো গোটা ভারতে সব জায়গায় আছে। মহাদেবের মন্দিরও সব জায়গায় আছে। মন্দির তো সব জায়গাতেই হয়।এত রাগের কারণ কী?