Skip to content

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানির বাজারে আসেন মুখ্যমন্ত্রী!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানির বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর গাড়ি মেদিনীপুর সার্কিট হাউসেই যাওয়ার পথে রানীরবাজার এলাকার বানভাসি মহিলারা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ঘিরে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য ।

ঘাটালে বন্যা পরিদর্শনের পর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর শহরের সার্কিট হাউসেই আজ রাত্রিযাপন করবেন তিনি। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মেদিনীপুর সার্কিট হাউস থেকে তিনি রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উদ্দেশ্যে। ডেবরা ও পাঁশকুড়ার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বানভাসিরা অভিযোগ করেন পানীয় জল পাচ্ছেন না সরকারি ত্রান পাচ্ছে না। সরকারি প্রকল্পের ঘর পাচ্ছেন না বলে বানভাসি মানুষদের অভিযোগ। মূলত ত্রাণ ,ত্রিপল ও পানীয় জলের সমস্যা হচ্ছে বলে জানান এলাকার মহিলারা। মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে বানভাসি মানুষদের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন ম্যান মেড বন্যা। রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।   প্লাবন পরিস্থিতির মাঝে জেলায় ইতিমধ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার নম্বর ০৩২২২-২৭৫৮৯৪, ৮৩৪৮৩৩৮৩৯৩। মেদিনীপুর সদর মহকুমার কন্ট্রোল রুমের নম্বর ০৩২২২-২৭৫৩৩০, খড়্গপুর মহকুমার কন্ট্রোল রুম নম্বর ০৩২২২-২২৫৩৪৫, ঘাটাল মহকুমার কন্ট্রোল রুম নম্বর ০৩২২৫-২৫৫০৪৫,২৫৫১৪৫।

Latest