Skip to content

অভয়া তহবিলে জমা ১৯ কোটি!এই বিপুল অর্থের ভবিষ্যৎ ব্যবহার কী হবে?

নিজস্ব সংবাদদাতা : অবশেষে অভয়া তহবিলের অর্থনৈতিক হিসাব প্রকাশ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৯ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৭৭৯ টাকা ৩১ পয়সা জমা পড়েছে এই তহবিলে। এর মধ্যে খরচ হয়েছে ৩১ লক্ষ ৮৬ হাজার ৩৩৪ টাকা। ফলে বাকি রয়েছে ১৮ কোটি টাকারও বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই বিপুল অর্থের ভবিষ্যৎ ব্যবহার কী হবে? গত ৯ এপ্রিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কথা বলা হয়। দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া-সহ একাধিক নেতৃত্ব জানিয়ে দেন, তাঁরা খুব শীঘ্রই তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবেন। সেই প্রতিশ্রুতি মতোই বুধবার সেই হিসাব জনসমক্ষে আনা হয়।
কোন খাতে কত খরচ হয়েছে? এক নজরে দেখুন:

অভয়া ক্লিনিক: ১,৬৩,৩৪৪ টাকা
লালবাজার অভিযান: ৬৬,৬১৬ টাকা
মেডিক্যাল কলেজ গণ কনভেনশন: ১,৩৬,৬৪৫ টাকা
মিছিল: ১,৩০,১৬৫ টাকা
স্বাস্থ্যভবন অভিযান: ১২,০৭,৩৮৩ টাকা
বন্যাদুর্গত এলাকায় ক্যাম্প: ১,৯৩,২৫৫ টাকা
এসএসকেএম কনভেনশন: ৯৬,৫৬০ টাকা
মহালয়ার মিছিল: ৭,১৬,০০০ টাকা
ধর্মতলার অনশন: ৮,৭৯,২৫৭ টাকা
লিফলেট ও পোস্টার: ১,১২,৫৫০ টাকা
মঞ্চ ও গ্যালারি (১২ অগাস্ট – ১৪ ডিসেম্বর): ১৫,০৩,৯৭০ টাকা
রক্তদান শিবির: ৬,০০০ টাকা
আইনি সহায়তা ও অন্যান্য খরচ: ২,২৬,৭৪৩ টাকা
বিভিন্ন সামগ্রী: ১,৫২,৬৮০ টাকা
প্রিন্টিং ও স্টেশনারি: ৫৮,৬৭৯ টাকা
অন্যান্য: ৫৩,৯৫৬ টাকা
ব্যাঙ্ক চার্জ: ১,৯৪৫ টাকা

Latest