নিজস্ব সংবাদাতা : সীমান্তে বেড়েছে গুলির লড়াই। এমন উত্তেজনার পরিস্থিতিতে রাজ্যের সব দফতরের ছুটি বাতিল করল নবান্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের পাশাপাশি তিনি রাজ্যবাসীকে “একসঙ্গে লড়াই করার” আহ্বান জানিয়েছেন, যা রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।