Skip to content

রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ নবান্ন ,ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিল !

নিজস্ব সংবাদাতা : সীমান্তে বেড়েছে গুলির লড়াই। এমন উত্তেজনার পরিস্থিতিতে রাজ্যের সব দফতরের ছুটি বাতিল করল নবান্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের পাশাপাশি তিনি রাজ্যবাসীকে “একসঙ্গে লড়াই করার” আহ্বান জানিয়েছেন, যা রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।

May be an image of text that says 'GOVERNMENT WEST BENGAL DEPARTMENT NABANNA, CHATTERJEE 1684-F(P2) view the prevailing situation Dated, Howrah the ORDER 2025 without stand written permission interest employees with their maintenance Government effect. Heads scrvices West Bengal, their hereby leavc Departments, Sd/- Chief forwarded West Bengal neceBary Dated Howrah, the May, 2025 Accountant General (A&F), West Bengal, Treasury (Audit) Bengal, Treasury (Receipts, Kolkata 700 001. Kolkata 001. 064. Kharak Singh Treasuries Accounls, Depariments), Emporia Baba Officer, Officer, Pay Accounts Office-I/IV/III Finance (Accounts) Department Officer. Bengal Secretariat, Bikash Bhawan, Salt Luke, Network Administrator, Department for uploading this order Department's website. the Additional Secretary Government West Bengal'

Latest