Skip to content

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও!

নিজস্ব সংবাদাতা: সোমবার থেকে দু’দিনের কর্মবিরতি করছেন কলকাতার ২৭ টি বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা ৷ জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বিভাগই এই দু’দিন বন্ধ থাকছে ৷আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বেসরকারি হাসপাতালগুলি। এখনও ধর্মতলায় চলছে আমরণ অনশন। সেই অনশন মঞ্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনজন। ধীরে ধীর শারীরিক অবনতি হচ্ছে জুনিয়র ডাক্তারদের। তবু তাঁরা তাঁদের দাবিতে অনড়। তার মধ্যে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যার জেরে হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থায় চরম দুর্ভোগ দেখা দিতে পারে। এবার আন্দোলনরত ডাক্তারদের সমর্থন জানাতে রাজ্যের ২৭ টি বেসরকারি হাসপাতাল প্রতীকী অনশনে অংশ নিচ্ছে। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর শনিবার থেকেই আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ তাঁদের দশ দফা দাবি নিয়ে পথে বসে রয়েছেন ডাক্তারেরা। প্রথম থেকেই এই আন্দোলনের পাশে রয়েছেন সিনিয়ার চিকিৎসকেরা৷ রবিবারই জুনিয়ার চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। কারণ সারা দেশজুড়ে এবার অনশনের ডাক দিয়েছে আইএমএ।

জুনিয়র ডাক্তারদের পাশে বেসরকারি হাসপাতালগুলি

Latest