Skip to content

সর্বশক্তি দিয়ে ময়দানে চাকরিহারাপ্রার্থীরা ,রাত ১২টা অবধি সময় বেঁধে দিলেন!

নিজস্ব সংবাদদাতা : সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল যোগ্য চাকরিপ্রার্থী ঐক্য মঞ্চ। তবে আন্দোলনকারীদের মূল জমায়েত নবান্নে পৌঁছনোর আগেই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় আটকে দেওয়া হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যসচিব আলোচনায় বসতে চান। সেইমতো ১৮ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়।দুপুরে তিন ঘণ্টারও বেশি সময় ধরে নবান্নে চলল উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু ফলাফল— শুন্য। আন্দোলনকারী চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, তাঁরা এখন আর ধৈর্য্য ধরতে রাজি নন। তাঁদের প্রধান দাবি— যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা আজই প্রকাশ করতে হবে। সেই দাবিতে তাঁরা রাত ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন প্রশাসনকে চাকরিহারাপ্রার্থীরা । চাকরিহারাপ্রার্থীরা বলেন পুলিশমন্ত্রীকে গুলি চালানোর অর্ডার দিতে বলুন, না হলে আলোচনায় বসুন।

Latest