নিজস্ব সংবাদদাতা: সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় নতুন করে বৃষ্টির দাপট ও সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। তারই জেরে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলায় জেলায় ফের একবার বৃষ্টির জোরালো দাপট দেখা যেতে পারে। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই পর্বে একেবারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এই পরিস্থিতি চলতে পারে।