নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক সময়ই এমন কন্টেন্ট ছড়ানো হচ্ছে যা আদপেই উস্কানিমূলক, বিভ্রান্তিকর অনেক ক্ষেত্রেই তার দ্বারা সমাজের কিছু অংশের মধ্যে অপরাধের প্রবণতা বাড়ছে। তা নিয়েই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠোর আইন এবং নীতি প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘সাম্প্রতিক কালে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে সমাজমাধ্যমে বিভ্রান্তিকর খবর এবং জাল ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ফলে সমাজের একাংশে আগ্রাসী মানসিকতা তৈরি হচ্ছে, অপরাধের প্রবণতা বাড়ছে।’’ আরও লিখেছেন, ‘‘প্রতারণা, পরিচয়পত্র চুরি, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার, অবমাননা করার মতো নানা ঘটনার জেরে শুধু সাধারণ মানুষ নয়, বহু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী মহিলারা, শিশু, প্রবীণ এবং দুর্বল আর্থ-সামাজিক অবস্থানের নাগরিকেরা,যাঁদের পক্ষে এই সব প্রযুক্তিগত অপরাধ প্রতিহত করা বা প্রতিকারের পথ খোঁজা কার্যত অসম্ভব।’’ মমতা বন্দ্য়োপাধ্যায়ের দাবি,এমন অনেক বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। ধর্মীয় ভাবাবেগেও আঘাত লাগাছে। দ্রুত এই সমস্ত উস্কানিমূলক, বিপজ্জনক কন্টেন্টগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। জালিয়াতদের ধরতে কড়া আইন আনতে হবে। নাহলে সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। তারই সাথে সাথে সচেতনামূলক প্রচারে জোর দিতে হবে।
সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য দ্রুত ছড়াচ্ছে,কঠোর আইন এবং নীতি প্রণয়নের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়!
