Skip to content

আজ ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার জন্য করবেন প্রতিবাদে মিছিলও!

নিজস্ব প্রতিবেদন : গতকাল হুগলির কামারপুকুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং কেশপুর হয়ে আজ ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তারই সাথে ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষাকে অপমানের অভিযোগের এই ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুর দুটো নাগাদ পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করবেন। এই আবহে দলের সুপ্রিমো এদিন ঝাড়গ্রাম থেকে কী বলেন? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Latest