Skip to content

রবিবারের মধ্যে আর জি কর হাসপাতালে যৌন হেনস্তা-খুনের ঘটনারা তদন্ত কিনারা না হলে তদন্তভার সিবিআইকে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়প্রেস কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের ঘটনার কিনারা করতে পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পানিহাটিতে, তরুণীর বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিচ্ছি। যদি দেখা যায় কূলকিনারা করতে না পারে, তাহলে এই মামলা আমরা আর নিজেদের হাতে রাখব না। সিবিআইকে দিয়ে দেব। কারণ, এতে আমার কোনও লেনাদেনা নেই। যৌন হেনস্তা-খুন চিকিৎসকের মৃত্যুকে ন্যক্কারজনক এবং অমানবিক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, ‘‘জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওঁদের দাবির সঙ্গে একমত।

আর.জি.কর হাসপাতালে ছাত্রীকে নৃশংস হত্যা কাণ্ডে পুলিশকে চরম সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী এদিনও বলেন, মামলার দ্রুত তদন্ত শেষ করে অপরাধীর কঠোরতম শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। এব্যাপারে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্ত করার দাবি জানানো হবে বলে জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় রুখতে অপরাধীর ফাঁসির দাবি জানানো হবে। রবিবারের মধ্যে পুলিশ ঘটনার কিনারা না করতে পারলে পাবলিক স্যাটিসফেকশনের জন্য আমার সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব।

Latest