Skip to content

রাজ্যপালকে কালো পতাকা দেখানো হলোআসানসোলের বিশ্ববিদ্যালয়ে !

আসানসোল নিজস্ব সংবাদদাতা : বুধবার সকালে আসানসোলের ঘটনা। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব। এদিন আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। একইসঙ্গে এদিন বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংও ডাকা হয়েছে। যদিও রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এর জন্য কোনও অনুমোদন দেওয়া হয়নি। যদিও উচ্চ শিক্ষা দপ্তরের তরফে অনুমোদন না মিললেও বুধবার যে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান এবং কোর্ট মিটিং হবে, তা মঙ্গলবারই পরিষ্কার হয়ে গিয়েছিল।অভিযোগ, আসানসোলের কাল্লা মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক স্লোগান’ ও ‘কালো পতাকা’ দেখান তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের একাংশে। এই ঘটনার বিরোধিতা করেন তাঁরা। ছাত্র সংগঠনের তরফ থেকেই আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তারা আজ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানাবে ও বিক্ষোভ দেখাবে। সেই মতোই রাজ্যপালের কনভয় প্রবেশ করতেই কালো পতাকা দেখিয়ে স্লোগান তোলা হয়।

Latest