Skip to content

অভিযোগ শুনবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক,হোয়াট্‌সঅ্যাপ বা ফোন করুন !

নিজস্ব সংবাদদাতা : আর মোটে ১০ থেকে ১১ দিন পরেই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে লোকসভার ভোটগ্রহণ পর্ব। তার আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার পর্ব শুরু করে দিল নির্বাচন কমিশন। সোমবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এ কথা জানিয়েছেন। প্রথম দফার তিন লোকসভা আসনের ৮৫ বছরের বেশি বয়সি এবং দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে বসে ভোটদান পর্ব চলবে । সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে লোকসভা ভোটে রাজ্যর বিশেষ পুলিশ পর্যবেক্ষক, সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল শর্মাকে অভিযোগ জানানোর জন্য ল্যান্ডলাইন (০৩৩-২২৮০৫৭২২), হোয়াট্‌সঅ্যাপ (৭৪৩৯৮০৭৬১০) এবং মোবাইল নম্বর (৮৪২০৬১৪৬৭৮, ৭৪৩৯৮০৭৬১০) প্রকাশ করা হয়েছে। দেওয়া হয়েছে অনিলের ইমেল অ্যাড্রেসও। প্রয়োজনে আগাম সময় নিয়ে বালিগঞ্জের ২০/১ গুরুসদয় দত্ত রোডের বিএসএফ দফতরে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ করা যাবে বলেও জানিয়েছে কমিশন।

Latest