Skip to content

মেদিনীপুর প্রদ‍্যুৎ স্মৃতি সদন অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্মেলন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নভেম্বর মাসের শেষের দিনে, মেদিনীপুর প্রদ‍্যুৎ স্মৃতি সদন অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে হোম গার্ড এবং এন ভি এফ বাহিনীর সদস্যদের এই প্রথম রাজ্য সম্মেলন। রাজ্যের প্রতিটি জেলা থেকে পুলিশ কর্মী ও সহায়ক পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক কথায় বলা যেতে পারে পুলিশ কর্মীদের এক মিলন ক্ষেত্রের রূপ নিয়েছিল এদিনের অনুষ্ঠান প্রাঙ্গণ। মূলত গোটা রাজ্যের পুলিশ কর্মী ও সহযোগী পুলিশ কর্মীদের বিভিন্ন চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউৎ।
এছাড়া এদিনের সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন শ্রী শান্তনু সিনহা বিশ্বাস ( পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি কো-অর্ডিনেটর) , শ্রী বিজিতাশ্ব রাউৎ (পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সর্বোপরি হাজার হাজার পুলিশ কর্মী ও সহযোগী পুলিশকর্মী ।

Latest