Skip to content

মেদিনীপুর শহরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ সোমবার দুপুরে ২:৪৫মিনিট নাগাদ বিধাননগর মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপরই হেলিকপ্টার থেকে নেমে তিনি পায়ে হেঁটে সার্কিট হাউস যাওযার সিদ্ধান্ত নেন। ততক্ষনে বিধান নগর মাঠ সহ আশেপাশের এলাকায় ভীড় জমে যায় উচ্ছসিত মানুষের। বিশেষ করে মহিলাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিধান নগর মাঠ থেকে পায়ে হেঁটে বেরিয়ে রাস্তায় আসতেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে যায় শিশু কোলে এক মা দাঁড়িয়ে রয়েছে, তাঁকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সেই মহিলার দিকে এগিয়ে গিয়ে মহিলার কোল থেকে শিশুটিকে নিজের কোলে নিয়ে আদর করেন, এরপরই ছোট্ট শিশুর গায়ে মাথায় হাত বুলিয়ে আবার শিশুটিকে তার মায়ের কোলে দিয়ে হাঁটতে শুরু করেন। বিধান নগর মাঠ থেকে প্রায় ৫০০/৬০০ মিটার পায়ে হেঁটে তিনি মেদিনীপুর সার্কিট হাউসে প্রবেশ করেন।প্রসঙ্গত, সোমবার সার্কিট হাউসেই রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে সরকারি পরিষেবা প্রদান সভায় যোগ দেবেন তিনি। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাবাসী।

0:00
/0:31

Latest