পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন।মেদিনীপুর লোকসভা এলাকায় দিলীপদা যেভাবে কাজ করে গেছে তাতে মেদিনীপুরে বিজেপি নিশ্চিত ভাবে জিতছে। এই ভোট দেশের ভোট। আমরা চেষ্টা করব মোদিজীর কথা রাখার অর্থাৎ ৪২ এ ৪২ টি আসন মোদীজি কে উপহার দেওয়ার। মানুষকে বোঝাবো মোদিজীর নেতৃত্বে গত ১০বছরে দেশ যেভাবে এগোচ্ছে, যেভাবে মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন যোজনা চালু করেছে, যদিও সেই সমস্ত যোজনার অধিকাংশই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেয়নি এখানের মুখ্যমন্ত্রী। তার মধ্যে যেমন রয়েছে আয়ুষ্মান যোজনা। মোদিজীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন আছে ততদিন ভারতীয়রা সুরক্ষিত।
দিলীপ ঘোষের হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ ঘোষের মাধ্যমেই রাজনীতিতে পরিচিতি পাওয়া। মেদিনীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের দেখা করে তিনি প্রচার শুরু করছেন। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিগত নির্বাচনে দেখেছি সেন্ট্রাল ফোর্স কে লোকাল পুলিশ মিস ইউজ করে তাদের কাজ করতে দেয়নি। সুতরাং আমরা এবারের কোনরকম জায়গা খালি রাখব না। মানুষ যেন ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত হবে এবারে নির্বাচনে। দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, মেদিনীপুরে দিলীপ দার সংসার ছিল তাই স্বাভাবিকভাবেই দলের কর্মীদের মন খারাপ হতেই পারে। কিন্তু বিজেপি পার্টিতে দলের নির্দেশকে সকলকে মানবতা দিতে হয়। মেদিনীপুর দিলীপ ঘোষের সাজানো সংগঠন এখানে। শুধু তাই নয়, ১৩ মে বর্ধমানে লোকসভা নির্বাচন। ২৫ মে মেদিনীপুরে নির্বাচন। ১৩ তারিখ পেরিয়ে গেলে দিলীপ ঘোষ মেদিনীপুরে পৌঁছে যাবেন। বাকি দিনগুলোর প্রচারে মেদিনীপুরে দিলীপ ঘোষ থাকবেন বলে জানান মেদিনীপুর লোকসভার বিজেপির পার্টি অগ্নিমিত্রা পাল।