Skip to content

লোকসভা ভোটে তমলুক কেন্দ্রটি নিয়ে বেশ টানটান লড়াই!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ভোটে তমলুক কেন্দ্রটি নিয়ে বেশ টানটান লড়াই চলছে। তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য, সিপিএমেরও তরুণ মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জোর টক্কর ভোটময়দানে।রবিবার তমলুকের মানিকতলায় সাংবাদিক সম্মেলন করেন তমলুক সাংগঠনিক জেলার নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান সৌমেনকুমার মহাপাত্র, দেবাংশু ভট্টাচার্য। পঞ্চায়েত ভোটের সময় বেশ কিছু তৃণমূল নেতা কর্মী দলের নির্দেশ অমান্য করে কাজ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। দলের নির্দেশ না মানায় রাজ্য কমিটির নির্দেশে তমলুক সাংগঠনিক জেলার বেশকিছু নেতা কর্মীকে দল থেকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হয়। লোকসভা নির্বাচনের আবহে রাজ্য কমিটির নির্দেশে ফেরানো হল তাঁদেরই। রাজ্য কমিটির নির্দেশে আটজনকে নির্বাচন কমিটির মধ্যে রেখে কাজ করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয় এদিনের সাংবাদিক বৈঠকে।

Latest

খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!