Skip to content

পুরী যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। পুরী যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ১২ তীর্থযাত্রী। জানা যায়, রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে তাঁদের গাড়ি। সংঘর্ষ হয়েছে একটি লরির সঙ্গে। তাতেই গাড়িতে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় সাঁতরা পরিবারের ধনঞ্জয় সাঁতরা জানান পুরী যাওয়ার পথে বালেশ্বরে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়েছে ওদের গাড়িটির। মৃত্যু হয়েছে ১ মহিলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩।

Latest