বেআইনি নার্সিংহোম নিয়ে উঠেছে প্রশ্ন.......................
নিজস্ব সংবাদদাতা : সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত বালি ২ নম্বর এলাকার কল্পনা সর্দার মণ্ডল। স্থানীয় একটি নার্সিংহোমে গর্ভপাত করাতে গিয়ে বুধবার সন্ধ্যাতে মারা যান। একাধিক বেআইনি নার্সিংহোম গজিয়ে উঠেছে এই এলাকা জুড়ে। চোখে পড়ছে নার্সিংহোমগুলির চিকিৎসা পরিকাঠামোর বেহাল দশা। এবার তারই বলি হতে হল কল্পনা দেবীকে। এর পরই প্রশ্ন উঠছে আইনের চোখ এড়িয়ে কীভাবে এরকম নার্সিংহোমগুলি গজিয়ে উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোসাবা থানার পুলিশ ও পরে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে।