Skip to content

টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু,৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন,থাকছে নম্বর প্লেট-কিউআর কোড...

নিজস্ব সংবাদদাতা : টোটো নিয়ে বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। অনিয়ন্ত্রিত টোটোর সংখ্যা ঠেকাতে এবার আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে নম্বর প্লেট দেওয়ার কথা শোনাগেল রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মুখে। জানালেন,কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। রাজ্যে যত টোটো রয়েছে তাদের সব ক’টাকেই এই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে মোট কত লক্ষ টোটো চলে সেই পরিসংখ্যান এখনও সামনে আসেনি। জানা নেই পরিবহন দফতরের। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর অন্য কোনও টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। একইসঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনও লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না। একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দফতর, ইউনিয়নগুলি। অনলাইনের পাশাপশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকে করা যাবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে ১০০০ টাকা। ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ ১২ মাসে ১২০০ টাকা দিতে হবে। থাকবেন বিমার আওতাতেও। সংশ্লিষ্ট পুরসভা ও স্থানীয় থানার তত্ত্বাবধানে ২০২৬ সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা।

Latest