Skip to content

আজ ১৫ই এপ্রিল, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে 'ওয়ার্ল্ড আর্ট ডে'

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন উপলক্ষে আজ, ১৫ই এপ্রিল, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে 'ওয়ার্ল্ড আর্ট ডে'। মেদিনীপুর আর্ট অ্যাকাডেমির তরফে মেদিনীপুর শহরেও পালিত হয় এই দিনটি। সোমবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে আর্ট অ্যাকাডেমির প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী সহ অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা এবং শহরের বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে একটি সুসজ্জিত র‌্যালি বেরোয়। শহর পরিক্রমা করার পর পুনরায় তা বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এসে পৌঁছয়। শোভাযাত্রা শুরুর আগে মেদিনীপুরের সংস্কৃতি জগতসহ অন্যান্য ক্ষেত্রে বিশিষ্ট জনেদের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত সবাইকে স্বাগত জানান আর্ট একাডেমির কর্ণধার রাজীব দাস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার বিদ্যুৎ পাল, নৃত্যশিল্পী সবিতা সাহা, শিল্পী রত্না দে, সমাজকর্মী কুনাল ব্যানার্জি, শিল্পী চিত্র প্রশান্ত খাটুয়া, সুদীপ কুমার খাড়া, জয়ন্ত মন্ডল, এছাড়া দুই সাংবাদিক সেখ ওয়ারেশ ও সুজয় নায়েক কে স্মারক সম্মান তুলে দেওয়া হয়।সন্ধ্যায় বিদ্যাসাগর হলে কচিকাঁচাদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ রাজীব দাস বলেন, বিগত ৩ বছর ধরে 'শিল্পগুরু' লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনে আমরা ওয়ার্ল্ড আর্ট ডে পালন করে আসছি। এই উপলক্ষে আমরা শহরের একটি দেওয়াল চিত্রিত করি। এবারও তা করা হয়েছে। এই দাবদাহের মধ্যেও সকলকে নিয়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেরেছি বলে আমরা খুশি। এভাবেই আগামীদিনে শহরবাসীকে আমরা পাশে পাব বলে আশাবাদী।

Latest