Skip to content

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 সিঙ্গাপুর!

নিজস্ব সংবাদদাতা :  মঙ্গলবার দ্বিতীয় গেমে ড্র করার পর বুধবার তৃতীয় গেম জিতে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সমতায় ফিরলেন দাবাড়ু ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করলেন তিনি। ফলে, ১৪ ম্যাচের সিরিজে এখন স্কোর ১.৫-১.৫। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সিরিজের প্রথম দু’টি গেমে দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন গুকেশ।তবে বুধবার তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন, দেখে মনে হচ্ছিল যেন কামব্যাক করার জন্য একেবারে প্রস্তুত এই ভারতীয় গ্র্যান্ড মাস্টার। অবশ্য সহজে হার স্বীকার করতে নারাজ ছিলেন তাঁর প্রতিপক্ষ লিরেন। দুই দাবাড়ুই একে অপরের উপর চাপ তৈরি করার পুরো চেষ্টা করেন। খেলার এক পর্যায়ে এসে সময়ের চাপে পড়ে যান লিরেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবাদে ৩৭ চালে জয় ছিনিয়ে নেন গুকেশ।যদি চ্যাম্পিয়ন হতে পারেন তবে বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। বিশ্বনাথন তাঁর কেরিয়ারে মোট ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন।

জয়ের পর গুকেশ বলেছেন, ‘‘এই জয় একটা দারুণ অনুভূতি। আগের দু’দিনও নিজের পারফরম্যান্সে খুশি ছিলাম। তৃতীয় গেমটা অনেক ভাল খেলতে পেরেছি। খেলা চলার সময়ই মনে হচ্ছিল, ভাল কিছু হতে পারে। প্রতিপক্ষকে অনেকটা দাপটের সঙ্গে হারাতে পেরেছি। সাদা ঘুঁটি নিয়ে খেলার একটা সুবিধা থাকে। সেটা এ দিন কাজে লাগাতে পেরেছি। প্রতিপক্ষের তুলনায় ভাল খেলেছি বলেই জিতেছি। এটাই ইতিবাচক।’’

Latest