নিজস্ব সংবাদদাতা : আগামী ২৭ নভেম্বর দিল্লিতে বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) দ্বিতীয় মহানিলাম। উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) তৃতীয় মরশুমকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলি ঘোষণা করে দিল নিজেদের রিটেনশন তালিকা। অন্যদিকে, বড় চমক দিয়েছে ইউপি ওয়ারিয়র্জ়। দলটি ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাকে ছেড়ে দিয়েছে! গত মরশুমে দীপ্তি ছিলেন ইউপির অন্যতম ভরসা, কিন্তু এবার নিলামের আগে তাঁর নাম তালিকায় না থাকায় আলোড়ন ছড়িয়েছে। ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে — “এমন পারফর্মারকে ছেড়ে দেওয়ার মানে কী? দল কি পুরোপুরি নতুনভাবে তৈরি হতে চাইছে?”এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কাদের ধরে রেখেছে।

মুম্বই ইন্ডিয়ান্স
চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের মূল শক্তিকে ধরে রাখল।
রিটেন প্লেয়ার:
- ন্যাট শিভার-ব্রান্ট – ₹৩.৫ কোটি
- হরমনপ্রীত কৌর – ₹২.৫ কোটি
- হেইলি ম্যাথুজ – ₹১.৭৫ কোটি
- আমনজ্যোৎ কৌর – ₹১ কোটি
- জি কমলিনী – ₹৫০ লক্ষ
হরমনপ্রীতের নেতৃত্বে এই দল আবারও শিরোপার অন্যতম দাবিদার।

দিল্লি ক্যাপিটালস
দিল্লির ব্যাটিং ফায়ার পাওয়ার অপরিবর্তিত থাকছে। অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশ্রণ বজায় রাখল দিল্লি।
রিটেন প্লেয়ার:
- জেমাইমা রদ্রিগেজ – ₹২.২ কোটি
- শেফালি বর্মা – ₹২.২ কোটি
- অ্যানাবেল সাদারল্যান্ড – ₹২.২ কোটি
- মারিজান কাপ – ₹২.২ কোটি
- নিকি প্রসাদ – ₹৫০ লক্ষ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
আরসিবির নজর ভারতের তারকাদের দিকেই।
রিটেন প্লেয়ার:
- স্মৃতি মন্ধানা – ₹৩.৫ কোটি
- রিচা ঘোষ – ₹২.৭৫ কোটি
- এলিস পেরি – ₹২ কোটি
- শ্রেয়াঙ্কা পাটিল – ₹৬০ লক্ষ
“এই বছর কাপ আসবেই”—ভক্তদের আশা, স্মৃতি-রিচা যুগল এবার ট্রফি ঘরে আনবেন।

গুজরাত জায়ান্টস
কম হলেও তারকাখচিত রিটেনশন।
রিটেন প্লেয়ার:
- অ্যাশলে গার্ডনার – ₹৩.৫ কোটি
- বেথ মুনি – ₹২.৫ কোটি
গার্ডনার-মুনি জুটি গুজরাতের ব্যাট-বলের মূল ভরসা।

ইউপি ওয়ারিয়র্জ়
চমকপ্রদভাবে মাত্র একজনকেই রেখেছে দল।
রিটেন প্লেয়ার:
- শ্বেতা সেহরাবত – ₹৫০ লক্ষ
বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইউপি ফ্র্যাঞ্চাইজি। নিলামে নতুন দলগঠনই লক্ষ্য হতে পারে।