Skip to content

শুরু হয়েছে সাইক্লোনের কাউন্টডাউন,বাংলা-বাংলাদেশ উপকূলে রবিবার মধ্যরাতে ল্যান্ডফল। উপকূলে সর্বোচ্চ ১৩৫ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝড়।পশ্চিম মেদিনীপুরে হবে ভারী বৃষ্টি !

নিজস্ব সংবাদদাতা : যে দিন সাইক্লোন ইয়াস আছড়ে পড়েছিল উপকূলে, ঠিক তিন বছর পর সে দিনই সাইক্লোন রেমাল আছড়ে পড়ার কথা। একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, প্রবল বেগে বইতে পারে ঝড়।কন্ট্রোল রুম খোলা হল ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলা করতে হাওড়া পুরসভায়। ছুটি বাতিল করা হল বিপর্যয় মোকাবিলা ও নিকাশি বিভাগের কর্মীদের। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার মধ্যরাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলবর্তী এলাকাগুলোকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। শুক্রবার বিকেল থেকে আকাশের মুখ ভার হলদিয়া, নন্দকুমার এলাকায়। ইয়াস, আমপানের মতো ক্ষতির চেহারা মনে পড়ছে এলাকাবাসীর। সেই স্মৃতি ফিরে আসছে এলাকার মানুষের মনে।সাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। শনিবার থেকেই বাংলার আকাশে তার প্রভাব দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ২৬ মে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দুই ২৪ পরগনায়। ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায়। হুগলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় হবে ভারী বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি কমলা সতর্কতা। পূর্ব বর্ধমানে ও পশ্চিম মেদিনীপুরে হবে ভারী বৃষ্টি। জারি হলুদ সতর্কতা।

Latest