দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : এটিএম কার্ড মেশিনে ঢুকিয়ে দিয়ে সেটি আর বেরচ্ছে না, সাহায্যের জন্য অপরিচিতের দ্বারস্থ হলেই বিপদ ৷ অজান্তেই খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ৷ সাহায্যকারী হতে পারে প্রতারক ৷ এমন টা ঘটেছে দুর্গাপুরের বাসিন্দা নবীন সিং-এর সঙ্গে ৷ সোমবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম-এ গিয়েছিলেন টাকা তুলতে। প্রত্যেক বারের মতো এবারও এটিএম কার্ড মেশিনে ঢুকিয়েছিলেন। পিন নম্বরও দিয়েছিলেন। হঠাৎ আটকে গেল কার্ডটি । সাহায্যের জন্য এটিএমের ভেতরেই দাঁড়িয়ে আছেন এক যুবক। তিনি এগিয়ে যান সাহায্যের জন্য ৷ সেটাই ছিল প্রতারণার ফাঁদ। ঘটনার বিবরণ দিতে গিয়েই পৌঢ় নবীন কুমার সিং জানান, এটিএম কার্ড বেরিয়ে গিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম কার্ড তাঁকে দিয়েছিলেন ওই যুবক ৷ সেটা নিয়েই এটিএম থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসেন । বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ ৷ একের পর এক মেসেজ আসে তাঁর মোবাইলে ৷ সেই মেসেজ দেখেই বুঝতে বাকি থাকে না-ব্যাংক অ্যাকাউন্ট খালি করে হয়ে গিয়েছে । কয়েক দফায় তোলা হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। এরপরই তিনি থানার দ্বারস্থ হন ৷ সাইবার ত্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন ৷