Skip to content

আসামে ঘন কুয়াশায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮টি হাতি,লাইনচ্যুত ৫টি কামরা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘন কুয়াশার জেরে জেরবার ভারতের বিস্তীর্ণ অংশ। এই পরিস্থিতিতে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাওয়ায় ভারতের রাজ্যগুলিতে রেল এবং বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। অসমে এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। শনিবার ২০শে ডিসেম্বর রাত ২টো ১৭ দিকে অন্ধকার ও কুয়াশার মধ্যে রাজধানী এক্সপ্রেসের (ট্রেন নং ২০৫০৭) ধাক্কায় প্রাণ গেল অন্তত আটটি হাতির। এই দুর্ঘটনায় একটি হাতির শাবক গুরুতর জখম হয়েছে।

ধাক্কার তীব্রতায় ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে স্বস্তির বিষয়, ট্রেনে থাকা যাত্রীদের কারও হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার জেরে ওই রেলপথে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়, যার প্রভাব পড়ে অসম ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রুটেও। পিটিআই সূত্রে জানা গিয়েছে, সাইরাং-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেসটি (ট্রেন নং ২০৫০৭) রাত ২টো ১৭ দিকে এই দুর্ঘটনার কবলে পড়ে।

গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে, হোজাই জেলায় ঘটনাটি ঘটে। আশ্চর্যের বিষয়, ওই এলাকা সরকারি ভাবে ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানা যায়, ঘন কুয়াশার মধ্যে আচমকাই লাইনের উপর একটি হাতির পাল দাঁড়িয়ে থাকতে দেখেন লোকো পাইলট। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়, যার ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Latest